বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে সাবেক বিএনপি নেতা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজার হামলায় প্রাণ হারালেন এক বিএনপি নেতা। বৃহস্পতিবার উপজেলার আচমিতা ইউনিয়নের ভিটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বড় ভাই ও ভাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মাহমুদুল হাসান কামাল (৫৫) উপজেলার ভিটাদিয়া গ্রামের মৃত খুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান কামালের সঙ্গে তার আপন বড় ভাই জালাল উদ্দিনের দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। জালাল উদ্দিন স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। 

 

বৃহস্পতিবার সকালে এই বিরোধকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জালাল উদ্দিন ও তার ছেলে সাদ্দাম হোসেন দেশীয় অস্ত্র (টেঁটা) নিয়ে কামালের ওপর হামলা চালায়। এতে কামাল ও তার ছেলে মো. কাঁকন গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মাহমুদুল হাসান কামাল মারা যান।

 

কটিয়াদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, এ ঘটনায় নিহতের মেয়ে করবী আক্তার বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে মামলার আসামি জালাল উদ্দিন ও তার স্ত্রী শামসুন্নাহার বেগমকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান আসামি সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন