বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে সিএনজিচালকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে আগস্ট ২০২৫ ০১:০২:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম শরীফ (৪০) নামে এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯শে আগস্ট) সকালে মাইজহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ বাজিতপুর উপজেলার গজারিয়া এলাকার বাসিন্দা।

 

কটিয়াদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারগুব তৌহিদ জানান, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী ছাড়াই কটিয়াদী থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। মাইজহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক শরিফুলের মৃত্যু হয়।

 

ওসি আরও জানান, অটোরিকশাটি খালি থাকায় হতাহতের সংখ্যা বাড়েনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি আটক করা হলেও ট্রাকের চালক পলাতক। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে তিনি নিশ্চিত করেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন