জেলার সংবাদ

কিশোরগঞ্জে দুই শিশুকে বস্তাবন্দি করে অপহরণের চেষ্টা, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তাবন্দি করে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের তৎপরতায় শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হলেও এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে মিঠামইন ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

অপহরণচেষ্টার শিকার শিশুরা হলো—কামালপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ে ঝিনুক আক্তার এবং একই গ্রামের আব্দুল হকের মেয়ে সুরাইয়া আক্তার। তারা দুজনই সদর ইউনিয়নের কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু রঞ্জন বিশ্বাস জানান, দুপুর ১টায় বিদ্যালয় ছুটি হয়। দেড়টার দিকে ঝিনুক ও সুরাইয়া বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে মোটরসাইকেল-আরোহী দুই দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এ সময় তারা শিশু দুটির মুখে স্কচটেপ লাগিয়ে বস্তাবন্দি করে ফেলে। তবে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত বস্তাটি ফেলে রেখে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে বস্তার মুখ খুলে শিশু দুটিকে উদ্ধার করেন। প্রধান শিক্ষক আরও জানান, এ ঘটনায় মিঠামইন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

 

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. আব্দুল্লাহ-বিন-শফিক জানান, উদ্ধার হওয়া দুই শিশু সুস্থ রয়েছে। প্রাথমিকভাবে তাদের হাসপাতালে নেওয়া হয়েছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন