বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে পারিবারিক কলহের জেরে খালাতো ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজের খালাতো ভাইয়ের দায়ের কোপে নির্মমভাবে খুন হয়েছেন মো. বায়েজিদ নামের এক যুবক।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে উপজেলার দক্ষিণ নানশ্রী গোলাপদীহাটি গ্রামে এ ঘটনা ঘটে।  

 

নিহত মো. বায়েজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত খালাতো ভাই রাকিবুল হাসান (২৭) দক্ষিণ নানশ্রী গোলাপদীহাটি গ্রামের বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বায়েজিদ তার খালাতো ভাই রাকিবুল হাসানের বাড়িতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা কাটাকাটির একপর্যায়ে রাকিব উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে বায়েজিদের গলায় আঘাত করেন। 

এতে তিনি গুরুতর আহত হন। 

 

তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বায়েজিদকে মৃত ঘোষণা করেন।

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে খালাতো ভাই রাকিবের আঘাতেই বায়েজিদের মৃত্যু হয়েছে। এছাড়া অভিযুক্ত রাকিব মাদকাসক্ত বলেও পুলিশ দাবি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন