বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ১০:৩৫:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই শক্তিকে ‘কালো শক্তি’ ও সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলার প্রতিবাদে কিশোরগঞ্জে ফজলুর রহমানের ছবিতে গণ জুতা নিক্ষেপ করা হয়েছে।

রবিবার (২৪শে আগস্ট) সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে কিশোরগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এ কর্মসূচি পালন করেন।


এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহবায়ক ইকরাম হোসেন, সদস্য সচিব মো.ফয়সাল প্রিন্স, যুগ্ম আহবায়ক রাতুল নাহিদ ভূইয়া, মুখপাত্র সাবিরুল হক তন্ময়, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


বক্তরা বলেন, ‘আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন দিন ধরে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থানকে বিভিন্নভাবে কটাক্ষ করে, তাচ্ছিল্যকরে কথা বলেই যাচ্ছেন। তিনি এমনভাবেই কথা বলছেন, যেন ফ্যাসিস্টের চিরাচরিত এক নবরূপ, এক নব্য ফ্যাসিস্ট।’

 

তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির প্রতি আহবান জানান তারা।

 

ডিবিসি/এফএইচআর 

আরও পড়ুন