শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার আহবায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বহিষ্কারাদেশটি তারা দুইজনই ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব ফয়সাল প্রিন্স মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক নীতি বহির্ভূত কার্যকলাপ এর তথ্য প্রমাণ পেয়েছি। এই কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।
ডিবিসি/ অমিত