বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২২শে জুলাই ২০২৩ ০৩:১১:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জে নিজ মেয়েকে (২০) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ জুলাই) সকালে জেলা শহরের গাইটাল পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত বাবা মঞ্জিল মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের কাওয়ারগাতি গ্রামের গুনু মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটির ০৯ মাস আগে অষ্টগ্রাম উপজেলায় খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়। বিয়ের পর প্রায় বাবা মো. মঞ্জিল মিয়া মেয়েকে শ্বশুর বাড়ির লোকজনের সাথে ঝগড়া করে কিশোরগঞ্জের ভাড়া বাসায় নিয়ে আসে। কোনোভাবেই মেয়েটিকে শ্বশুর বাড়িতে থাকতে দিচ্ছিলেন না। প্রায় মারধর করতেন। 

গত মঙ্গলবার (২৭ জুন) ভুক্তভোগীর মা সন্তান প্রসবের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।  ওইদিন রাতে বাসায় কেউ না থাকার সুযোগে মেয়েকে জোরপূর্বক ধর্ষন করেন তার বাবা। গত বুধবার (১৯ জুলাই) আবারও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটিকে মারধর করে। পরে ভুক্তভোগী মেয়ের মা জানতে পারে থানায় মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ জানান, অভিযোগের ভিত্তিতে মঞ্জিল মিয়াকে গ্রেপ্তরা করা হয়েছে।

ডিবিসি/কেএমএল

আরও পড়ুন