বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ৬ই আগস্ট ২০২৫ ০৭:০৯:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে হত্যার দায়ে বাবাসহ একই পরিবারের তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার (৬ই আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সকল আসামি বর্তমানে পলাতক রয়েছে।

 

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১০ই আগস্ট, আসামি আনোয়ারুল ইসলাম আঙ্গুর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ আবুবকর সিদ্দিকসহ কয়েকজনকে ফাঁসাতে তার ভাই ও ভাতিজার সহায়তায় নিজের মেয়ে মীরা আক্তার আসমাকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তার মরদেহ বাড়ির পেছনের জঙ্গলে ফেলে দেওয়া হয়। পরদিন আঙ্গুর বাদী হয়ে আবুবকরসহ ১৬ জনের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে মীরার বাবা ও স্বজনদের জড়িত থাকার প্রমাণ মেলে।

 

এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের শিশু কন্যাকে হত্যা মামলায় সৎ মা জোবাইদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  এসময় দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন