বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

কিশোরগঞ্জ-৪ আসনের ধানের শীষের প্রার্থী ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

অ্যাডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক ঘটনার বিবরণ দিয়ে জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা জনসভাস্থলে যাওয়ার পথেই তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এ সময় তার শরীরে তীব্র জ্বর অনুভূত হয় এবং তিনি বমি করতে শুরু করেন। পরিস্থিতির দ্রুত অবনতি দেখে তাকে কালক্ষেপণ না করে দ্রুত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তার শ্বাসযন্ত্রে সংক্রমণ (Respiratory Infection) শনাক্ত করেছেন। 

 

ভর্তির সময় তার শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন ৯৩ শতাংশে নেমে এসেছিল। তবে বর্তমানে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে তার স্যাচুরেশন ৯৯ থেকে ১০০ শতাংশের মধ্যে স্থিতিশীল রাখা হয়েছে।

 

তিনি বর্তমানে শঙ্কামুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া জানান, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তার প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং রিপোর্টের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন