বিজ্ঞানীরা প্রায় ১৫০ মিলিয়ন বছর আগের নতুন এক প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন, যা আকারে ছিল একটি পোষা কুকুরের সমান।
যুক্তরাষ্ট্র থেকে আবিষ্কৃত এই ডাইনোসরটি স্টেগোসরাস ও ডিপ্লোডোকাসের মতো সুপরিচিত ডাইনোসরদের সাথেই পৃথিবীতে বিচরণ করত। এর লম্বা পা ও হালকা গড়নের কারণে বিজ্ঞানীরা ধারণা করছেন এটি অত্যন্ত দ্রুত দৌড়াতে পারত।
গবেষণাটি "রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স" জার্নালে প্রকাশিত হয়েছে। এই নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে এনিগমাকার্সর মলিবার্থউইকি (Enigmacursor mollyborthwickae)। এর গণ (Genus) নাম এনিগমাকার্সর-এর ল্যাটিন অর্থ হলো "রহস্যময় দৌড়বিদ"।
গবেষণা অনুযায়ী, এই প্রাণীটি আকারে একটি ল্যাব্রাডর রিট্রিভার কুকুরের সমান ছিল এবং ওজনে ছিল একটি কলি কুকুরের মতো। এটি ছিল উদ্ভিদভোজী এবং লম্বা পেছনের পায়ে ভর করে হাঁটত, যা তাকে মাংসাশী শিকারীদের থেকে দ্রুত পালাতে সাহায্য করত।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর মরিসন ফরমেশন থেকে ২০২১-২০২২ সালে এর কঙ্কালের বেশিরভাগ অংশ উদ্ধার করা হয়। তবে এর মাথার খুলি এবং শিরদাঁড়ার কিছু অংশ পাওয়া যায়নি।
লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক অধ্যাপক পল ব্যারেট জানান, "এ ধরনের ছোট আকারের উদ্ভিদভোজী ডাইনোসরের প্রায় সম্পূর্ণ কঙ্কাল পাওয়া অত্যন্ত বিরল ঘটনা, যার কারণে এদের সম্পর্কে খুব বেশি জানা যায় না।"
প্রথমে কঙ্কালটি লন্ডনের একটি আর্ট গ্যালারিতে ছিল। পরে মলি বর্থউইক নামের একজন দাতার সহযোগিতায় এটিকে গবেষণার জন্য জাদুঘরে আনা হয়। তাঁর সম্মানার্থেই প্রজাতির নামকরণ করা হয়েছে 'মলিবার্থউইকি'।
কঙ্কালটি লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে গত ২৬শে জুন থেকে সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে।
তথ্যসূত্র সিএনএন।
ডিবিসি/এমইউএ