কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার (৩০শে নভেম্বর) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন এরশাদ, তার বোন কুলসুম বেগম এবং আলতাফ হোসেন।
জানা গেছে, প্রায় এক বছর আগে নূর মোহাম্মদ মানিক ও আলতাফ হোসেন যৌথভাবে ১৮ শতক জমি কেনেন। কিন্তু জমির দখল নিয়ে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
রবিবার বিরোধপূর্ণ ওই জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক মুন্সীর ছেলে এরশাদ ও বোন কুলসুম বেগম।
আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিরা কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুই পক্ষই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, মামলা হলে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এএমটি