বাংলাদেশ, জেলার সংবাদ

কুড়িগ্রামে পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২৮শে জুলাই ২০২৫ ০৯:২৯:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুকুর থেকে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৮শে জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 

নিহত দুই ছাত্রী হলো- আশা মনি (১১) এবং একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। তারা দুজনেই উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকালে আশা ও সুমাইয়া পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় ধরে তাদের খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির প্রায় ২০০ গজ দূরে একটি পুকুরে তাদের দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

 

পরিবার ও এলাকাবাসীর ধারণা, দুই বান্ধবী পুকুরে শাপলা ফুল তুলতে নেমেছিল এবং সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

 

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন