বাংলাদেশ, জেলার সংবাদ

কুড়িগ্রামে সাপ ধরতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৩০শে জুলাই ২০২৫ ০২:৩২:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষাক্ত সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে বয়েজ উদ্দিন (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০শে জুলাই) সকালে উপজেলার বল্লভের খাস ইউনিয়নের কাপালি পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বয়েজ উদ্দিন একই ইউনিয়নের ডাক্তার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ইমরান আলীর বাড়িতে একটি বিষাক্ত সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি ধরার জন্য স্থানীয় সাপুড়ে বয়েজ উদ্দিনকে খবর দেওয়া হয়। বয়েজ উদ্দিন খবর পেয়ে ওই বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় সাপটি ধরেন।

 

সাপটি ধরার পর অসাবধানতাবশত তিনি সাপটিকে হাতে ঝুলিয়ে বস্তায় ভরার সময় সাপটি তার হাতে ছোবল দেয়। সাপের ছোবলের কিছুক্ষণ পরই বয়েজ উদ্দিনের শরীরে তীব্র বিষক্রিয়া শুরু হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন