বাংলাদেশ, জাতীয়

কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো মা ও শিশুর

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই আগস্ট ২০২৪ ০৫:৪৬:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ থানার সামনে কাভার্ডভ্যানের চাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী মা ও শিশু। আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবা।

বৃহস্পতিবার (১৫ই আগস্ট) দুপুর সাড়ে বারোটায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মা মরিয়ম আক্তার মিতু (২২) ও তার ১৫ মাস বয়সী শিশু সন্তান আলভী। মোটর সাইকেল চালক বাবা ইয়াছিন আহত হন। তারা চৌদ্দগ্রাম উপজেলার আবাসপুর এলাকার বাসিন্দা।

 

এ বিষয়ে সদর দক্ষিণ থানার উপ-পরিদর্শক মোঃ মাহমুদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান। এ সময় মোটরসাইকেলে থাকা মা ও শিশু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং আহত হন মোটরসাইকেল চালক ইয়াসিন। নিহতারা হলেন মোটরসাইকেল চালক ইয়াসিন এর স্ত্রী মরিয়ম আক্তার মিতু এবং তার ১৫ মাস বয়সী শিশু সন্তান আলভী। তারা সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকার ইয়াসিনের বোনের বাড়ি থেকে শশুর বাড়ি ভাগলপুরের দিকে যাচ্ছিলেন।

 

পুলিশ জানায়, নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে চাপা দেয়া কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/এসকে

আরও পড়ুন