একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে বন্ধ করা হচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ ইউটার্নটি।
শনিবার (২৩ আগস্ট) সকালে সেনাবাহিনীর কর্মকর্তা, হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পর এই সিদ্ধান্ত জানান।
পরে আজ বিকেল থেকে ইউ টার্নটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
এর আগে শুক্রবার (২২শে আগস্ট) দুপুরে মহাসড়কের পদুয়ারবাজার সংলগ্ন উত্তর রামপুর এলাকায় ইউটার্ন অতিক্রম করার সময় সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান উল্টে চাপা পড়ে প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের চার জনের মৃত্যু হয়। এরা হলেন, জেলার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), তাদের বড় ছেলে ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।
এদিকে এ ঘটনায় শুক্রবার রাতে নিহত ওমর আলীর ভাই আবুল কালাম বাদী হয়ে সড়ক পরিবহন আইনে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ড ভ্যান ও হানিফ পরিবহন বাসের অজ্ঞাতনামা চালকদের আসামি করা হয়েছে।
গত ৮ মাসে কুমিল্লা জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন সড়কে ২০৯ টি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন ১৪১ জন। আহত হয়েছে ২৪৫ জন। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ৮৪ টি ইউটার্নের মধ্যে ১৭ টি প্রাণঘাতি ঝুঁকিপূর্ণ বলছে পুলিশ। পুলিশ সুপার বলছে, দুর্ঘটনা প্রবণ ইউটার্নে ঝুঁকি কমাতে মহাসড়কে নিয়ম মেনে ওভারপাস এবং আন্ডার পাস নির্মাণ করতে হবে।
ডিবিসি/এমইউএ