কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় চেকপোস্ট বসিয়ে আসামি ধরার অভিযানকালে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এসময় পুলিশের হাতে কামড় দিয়ে পরোয়ানাভুক্ত এক আসামি পালিয়ে গেছে বলেও জানা গেছে।
স্থানীয় সূত্র জানা গেছে, শনিবার (২২শে নভেম্বর) দুপুরে চেকপোস্টে ধর্মপুর এলাকার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে আটক করে পুলিশ। পরে সেখানে স্থানীয়দের সাথে পুলিশের বাগবিতণ্ডা তৈরি হয়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। আসামি রবিন সুযোগ বুঝে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ধর্মপুর এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ওই এলাকায় অভিযান চালানো শুরু করে। পুলিশ বলছে, হাত কামড়ে পালিয়ে যাওয়া রবিন পুলিশের ওয়ারেন্টভুক্ত আসামি। ইট পাটকেল নিক্ষেপের কারণে পুলিশের একটি গাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, সন্ধ্যা পর্যন্ত সেখান থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
ডিবিসি/এফএইচআর