বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে ।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার দাউদকান্দিতে উল্টোপথে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। জানা যায়, নিহতের মধ্যে দুই পুরুষ, এক নারী ও এক শিশু রয়েছে।


হাইওয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতির কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়ার প্রস্তুতি চলছে। আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।.

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন