বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৫ ১১:১৫:৪৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানিয়েছেন, সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার (৫০), কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে সুমাইয়া আফরিনসহ তার আরও দুই ছেলেকে নিয়ে সেখানে থাকতেন। তিনি আরও জানান, রাতে একপর্যায়ে ওই গৃহবধূর ছেলেরা ঢাকা থেকে বাসায় ফিরে মা-মেয়েকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের কোন সাড়া শব্দ না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক হওয়ায় পুলিশকে অবহিত করেন।  পরে ৯৯৯ এ কল পেয়ে সোমবার (৮ই সেপ্টেম্বর) ভোরবেলা পুলিশ লাশ দুটি উদ্ধার করে এবং কুমিল্লা মেডিকেল এর মর্গে পাঠায়।

 

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন