বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় যানজটে আটকা পড়ে ধরা খেল মোটরসাইকেল চোর

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ০১:২৬:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লায় মাদক মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে মোটরসাইকেল চুরি করে পালাতে গিয়ে যানজটে আটকা পড়ে জনতার হাতে ধরা পড়েছেন এক চোর। বৃহস্পতিবার (৭ই আগস্ট) দুপুরে কুমিল্লার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আটক জুমন মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জবিউল্লার ছেলে এবং তাকে শীর্ষ মোটরসাইকেল চোর হিসেবে চিহ্নিত করেছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে গোমতী নদীর বেড়িবাঁধে রাখা একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে পালাচ্ছিলেন জুমন। বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলের মালিক ও স্থানীয়রা তার পিছু ধাওয়া করেন। এসময় জুমন তাদের দিকে "গুলি করবো" বলে চিৎকার করে হুমকি দেয় এবং দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

 

কিন্তু তার ভাগ্য সহায় ছিল না। ধাওয়া খেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে নগরীর আলেখারচর বিশ্বরোড এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন তিনি। এসময় পেছন থেকে মোটরসাইকেলের মালিক ও জনতা এসে তাকে ধরে ফেলেন এবং উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন।

 

আটকের পর জুমন মিয়া চুরির কথা স্বীকার করে বলেন, "আমি একটি মাদক মামলার হাজিরা দিতে কুমিল্লায় এসেছিলাম। ফেরার পথে বেড়িবাঁধে মোটরসাইকেলটি দেখে পছন্দ হয়। সুযোগ বুঝে সেটি নিয়ে রওনা দেই। কিন্তু আলেখারচর এসে যানজটে আটকা পড়ায় মালিকের হাতে ধরা পড়ে যাই।"

 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন