কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক হত্যা মামলার আসামি নারী।
কারাগার সূত্রে জানা গেছে, নবজাতকের মা স্মৃতি আক্তার কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী। গত ১১ই আগস্ট একটি হত্যা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, সোমবার (২৫শে আগস্ট) স্মৃতি আক্তারের প্রসবব্যথা শুরু হলে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ভর্তির পর চিকিৎসকরা জানান, তার সিজারিয়ান অপারেশনের প্রয়োজন।
হালিমা খাতুন বলেন, “জরুরি মুহূর্তে আমরা স্মৃতি আক্তারের পরিবারের কারো সাথে যোগাযোগ করতে পারিনি। তাই কালক্ষেপণ না করে আমরাই তার অপারেশনের অনুমতি দিই। এরপর তিনি একটি সুস্থ কন্যাসন্তান প্রসব করেন।”
তিনি আরও জানান, কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে মা ও নবজাতকের সব ধরনের দায়িত্ব নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা, মায়ের জন্য পুষ্টিকর খাবার এবং শিশুর জন্য পোশাকসহ যাবতীয় সকল ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের কারাবন্দি ওয়ার্ডে থাকা মা ও শিশু উভয়েই সুস্থ আছে বলে তিনি নিশ্চিত করেন।
ডিবিসি/এমএআর