বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লা থেকে অপহৃত শিশু জামালপুরে উদ্ধার, আটক ২

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০৫:৪০:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লা থেকে অপহৃত সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে জামালপুর থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। শনিবার জামালপুর সদর উপজেলার ছোনটিয়া এলাকায় বিশেষ অভিযানে রাসেল নামের ওই শিশুকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের অভিযোগে সোহেল ও ইমরান হোসেন নামে দুই যুবককে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু রাসেল কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মেরুয়া গ্রামের মইন উদ্দিনের ছেলে।

শনিবার (২৮শে জুন) রাতে জামালপুর র‍্যাব-১৪ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শেখ মুত্তাজুল ইসলাম এসব তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২১শে জুন শিশু রাসেলকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশীরপার আন-নূরানী মাদরাসা থেকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ভিডিও কল করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম মনোহরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পর কুমিল্লা জেলা পুলিশ এবং র‍্যাব যৌথভাবে তদন্তে নামে। র‍্যাব জানায়, অপহরণকারী চক্রটি প্রযুক্তি ব্যবহারে পারদর্শী হওয়ায় শিশুকে নিয়ে স্থান পরিবর্তন করছিল বারবার। তারা মুক্তিপণের টাকার জন্য শিশুটির পরিবারকে বিভিন্ন স্থানে আসতে বলে হয়রানি করতে থাকে।

 

অবশেষে শনিবার র‍্যাব-১৪ জামালপুর, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে র‍্যাবের একটি চৌকস দল জামালপুর সদরের ছোনটিয়া এলাকায় অভিযান চালিয়ে শিশু রাসেলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং দুই অপহরণকারীকে আটক করে।

আটককৃতরা হলো—গান্দাইল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সোহেল এবং নোয়াখালী জেলার চাটখিল উপজেলার মনোহরপুর গ্রামের প্রয়াত দুলালের ছেলে ইমরান হোসেন।

 

র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আরও জানান, উদ্ধারকৃত শিশু এবং আটক দুই অপহরণকারীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার মনোহরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন