বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৯:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ভারতীয় অবৈধ মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিবিরবাজার বিওপির অধীনস্থ কটকবাজার পোস্টের বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তারা কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন