বাংলাদেশ

কুমিল্লা-২ সংসদীয় আসনের সীমানা বহাল রাখার দাবি এলাকাবাসীর

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ০১:০৭:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া বাতিল এবং ২০২৩ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী সীমানা বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে সমাবেশ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১০টায় হোমনা-মেঘনা নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ অংশগ্রহণ করেন। হোমনা-মেঘনা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ আবুল বাশারের সভাপতিত্বে এবং ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জলের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা-মেঘনার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া।

 

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশন আইনের ব্যত্যয় ঘটিয়ে কুমিল্লা-২ আসনের বিদ্যমান সীমানা পরিবর্তন করে হোমনা উপজেলার সাথে তিতাস উপজেলাকে এবং মেঘনা উপজেলাকে দাউদকান্দি উপজেলার সাথে সংযুক্ত করে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তারা যুক্তি দেখান, এই পুনর্নির্ধারণ প্রক্রিয়া প্রশাসনিক সীমানা, আঞ্চলিক অখণ্ডতা এবং জনসংখ্যার বাস্তব বিভাজনকে যথাযথভাবে বিবেচনায় আনেনি, যা সংশ্লিষ্ট আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

 

নেতৃবৃন্দ অবিলম্বে এই খসড়া বাতিল করে হোমনা ও মেঘনা উপজেলাকে নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনের পূর্ববর্তী সীমানা বহাল রাখার জোর দাবি জানান। অন্যথায়, হোমনা-মেঘনার জনগণ ঐক্যবদ্ধভাবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্বাস উদ্দিন আহমেদ, আঃ অদুদ মুন্সী, মোজাম্মেল হক মুকুল, সানউল্লাহ সরকার, আজহারুল হক শাহীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন