কুষ্টিয়ায় মৌসুমের শুরুতে শীতের অনুভূতি কম থাকায় জেলার পোশাকের পাইকারি বাজারেও তেমন হাঁকডাক নেই। যদিও বাহারি শীত কাপড়ে সেজেছে জেলার একমাত্র বড় পাইকারি মার্কেট কবি আজিজুর রহমান সড়ক গার্মেন্টস পল্লী। এই পল্লী থেকে অন্তত ৩ জেলার প্রত্যন্ত এলাকায় গরম কাপড় সরবরাহ করা হয়। ব্যবসায়ীরা আশা করছেন, ঠান্ডা বাড়লে বেচাকেনায় গতি আসবে।
পোশাকের পসরা সাজিয়ে দোকানিরা ক্রেতাদের অপেক্ষায় থাকলেও জ্যাকেট, সোয়েটার, উলের মাফলার, প্যান্ট ও পায়জামাসহ বাহারি সব কাপড়ের কেনাবেচা কম। জেলার সবচেয়ে ব্যস্ত এই পাইকারি মার্কেটে প্রতিবছর শীতের শুরুতে লক্ষ্যণীয় ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক থাকলেও এবার বাজার এখনও জমে ওঠেনি।
ব্যবসায়ীরা বলছেন, মধ্য ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাজেটের মধ্যে শীতের পোশাক এখানে পাওয়া যায়। সংশ্লিষ্টরা আশাবাদী যে, শীত বাড়লে এই পল্লীতে কেনাবেচাও বাড়বে।
তবে ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খান বাবু শঙ্কা প্রকাশ করেছেন, শীতের পোশাক আশানুরূপ বিক্রি না হলে তারা অর্থ সংকটে পড়বেন, যা আসন্ন ঈদ বাজারের ব্যবসাতেও মন্দাভাব আনতে পারে। এই গার্মেন্টস পল্লীতে হাজারো মানুষের কর্মসংস্থান হয়েছে এবং শীত মৌসুমসহ সারা বছর শত কোটি টাকার বেচা-কেনা হয়।
ডিবিসি/আরএসএল