কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধরের পর তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
শনিবার (২রা আগস্ট) রাতে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২রা আগস্ট) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ভুক্তভোগী দম্পতি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংলগ্ন মসলেমপুর এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের পথরোধ করে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা স্বামীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে এবং পরে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী দম্পতিকে উদ্ধার করে এবং তাদের থানা হেফাজতে নেয়। এরপর অভিযুক্তদের ধরতে পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানে ভেড়ামারা উপজেলার মসলেমপুর এলাকার কালু প্রামানিক এবং একই উপজেলার ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মন্ডল, এজাজুল ও রুবেল আলীকে আটক করা হয়।
তবে, এই চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে ভেড়ামারা থানা পুলিশ প্রাথমিকভাবে ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে বা আটককৃতদের ছবি প্রকাশ করতে অস্বীকৃতি জানায়। তথ্য ও ফুটেজ প্রদানে পুলিশের পক্ষ থেকে গড়িমসি লক্ষ্য করা যায়।
পরবর্তীতে, কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা এবং পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ডিবিসি/আরএসএল