অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে খোলে সফলতার দুয়ার। এর বাস্তব উদাহরণ কুষ্টিয়ার মাদরাসা শিক্ষক আব্দুস সামাদ।অল্প জায়গার বাড়ির হাউজে রঙিন মাছ চাষ করে আজ সফল তিনি। প্রতি মাসে বাড়তি আয় করছেন ৪০ থেকে ৫০ হাজার টাকা। এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন এই শিক্ষক।
স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন কুষ্টিয়া সদরের আইলচারা ইউনিয়নের আইলচারা গ্রামের আব্দুস সামাদ। মাত্র ৬০০ টাকা পুঁজি নিয়ে তিন ধরনের রঙিন মাছ দিয়ে শুরু হয়েছিল তার পথচলা।
উদ্যোক্তা আব্দুস সামাদ এখন বাড়িতে বেশ কয়েকটি হাউজে চাষ করছেন ১৫ প্রজাতির রঙিন মাছ। আব্দুস সামাদের রঙিন মাছের চাষ দেখতে আশপাশের অনেকেই ভীড় করছেন। আবার মাছ কিনতেও আসছেন অনেকে।
আব্দুস সামাদকে প্রশিক্ষণ ও বিপণনে সহযোগিতা দিচ্ছে স্থানীয় দিশা উন্নয়ন ও মানবিক কল্যাণ নামের একটি সংস্থা। বর্তমানে উদ্যোক্তা আব্দুস সামাদের বর্তমান পুঁজি দাঁড়িয়েছে ৫ লাখ টাকা।
ডিবিসি/ এইচএপি