বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেটকার থামিয়ে ডাকাতি

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার দিবাগত রাতে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের মনিপার্ক এলাকায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের জিম্মি করে নগদ টাকা লুট ও চালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

গাড়ির মালিক শিমুল জানান, তারা পার্শ্ববর্তী ঈশ্বরদী থেকে গাড়িতে জ্বালানি গ্যাস নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মনিপার্ক এলাকায় পৌঁছালে দেশীয় অস্ত্রধারী একদল ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা ৩২ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়িটির চালক হিমেলকে মারধর করে।

 

ঘটনার সময় প্রাইভেটকারে থাকা বাপ্পি নামের এক যাত্রী গোপনে ডাকাতির দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী শিমুল থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

 

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ডাকাতির ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন