কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দ্রুতগামী কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক পরিদর্শকসহ (ইন্সপেক্টর) দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই পুলিশ কর্মকর্তাই পাবনা জেলা গোয়েন্দা শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মোজাহারুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন। নিহত মোজাহারুল ইসলামের বাড়ি রংপুর জেলার ইটাকুমারী গ্রামে, তাঁর বাবার নাম মৃত নুর মোহাম্মদ। অন্যদিকে, নিহত এএসআই কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আজ দুপুরে ওই দুই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেল যোগে পাবনা থেকে দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে লালন শাহ সেতু পার হয়ে ভেড়ামারা অংশে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে প্রচণ্ড জোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়, ফলে গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ডিবিসি/এএমটি