বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন একদল নারী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই মিছিল বের করা হয়।


শহরতলীর বটতৈল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌড়হাস বিমান চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভকারীরা বলেন, একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না। এটি অত্যন্ত নিন্দনীয়।


জানা গেছে, গত শুক্রবার আরাফাত রহমান কোকোকে নিয়ে আমির হামজার ২০২৩ সালে দেওয়া একটি বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই জেলাজুড়ে নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার প্রতিবাদে গত শনিবার কুষ্টিয়া শহরে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়।


বক্তব্যটি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি দাবি করেন, আগামী নির্বাচনকে সামনে রেখে পুরোনো ভিডিও ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বক্তব্যটি দেওয়া তার ভুল ছিল এবং এর জন্য তিনি আগেই ক্ষমা প্রার্থনা করেছেন। কোকোকে নিয়ে দেওয়া অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য তিনি পুনরায় দুঃখ প্রকাশ করেন।

 

ডিবিসি/ এসএফএল

আরও পড়ুন