বাংলাদেশ, রাজনীতি

ভোট গণনায় ত্রুটি ও ১৫০ ব্যালট উদ্ধার: কুষ্টিয়া বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০৮:০৫:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া পৌর বিএনপি'র কাউন্সিল অধিবেশনে সভাপতি নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেছেন সভাপতি প্রার্থী কাজল মজুমদার। তিনি এই নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।

রবিবার (২৯শে জুন) দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কাজল মজুমদার এ দাবি করেন। তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন কুষ্টিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত নির্বাচনে তাকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। তিনি সরাসরি কুষ্টিয়া জেলা বিএনপি'র আহ্বায়ক কুতুব উদ্দিন এবং সদস্য সচিব জাকির সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তার দাবি, ভোটার তালিকা জালিয়াতি, জাল ভোট প্রদান এবং ভোট গণনায় ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে।

 

তিনি বলেন, ‘ভোটে আমিই বিজয়ী হয়েছিলাম, কিন্তু কুতুব-জাকির চক্র আমার সঙ্গে প্রতারণা করে এ. কে. বিশ্বাস বাবুকে বিজয়ী ঘোষণা করেছে।’

 

এই অভিযোগকে আরও জোরালো করে কাজল মজুমদার জানান, গতকাল (শনিবার) নতুন করে ভোট গণনা করা হলে তিনি ৪ ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন। এছাড়াও, আজ ভোটকেন্দ্রের একটি কর্ণার থেকে তার চেয়ার প্রতীকে সিল মারা প্রায় ১৫০টি বাতিল ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে বলে তিনি দাবি করেন। দলীয় গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে তিনি অবিলম্বে এই পাতানো নির্বাচন বাতিল করে নতুন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন