পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের দুটি ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এদের মধ্যে একজন গত ২৫শে জুলাই ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বলে শনাক্ত করা হয়েছে।
নৌ পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সৈকতের মিরা পয়েন্ট থেকে নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে গঙ্গামতি পয়েন্ট থেকে আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৫শে জুলাই ১৫ জন জেলেসহ 'এফবি সাগরকন্যা' নামের একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। ওই ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে আজ নজরুলের মরদেহ উদ্ধার করা হলো।
ডিবিসি/ এইচএপি