বাংলাদেশ, শিক্ষা

কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য এস কে শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বুধবার (২৩শে এপ্রিল) গভীর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। দ্রুতই একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেয়া হবে।

 

অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গেল কয়েকদিন ধরে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।  আমরণ অনশনেও বসেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন