শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। বুধবার (২৩শে এপ্রিল) সকালে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে ঢাকা ও রাজশাহীতে অনশন করেছেন শিক্ষার্থীরা। আর কুয়েট শিক্ষকদের হুঁশিয়ারি, কোনো চাপে উপাচার্যকে সরানো হলে মানবেন না তারা।
এদিকে, কুয়েটের উপাচার্য মুহাম্মাদ মাছুদের পদত্যাগ দাবি ও সেখানে অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে আবারও বিক্ষোভ সমাবেশ ও শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) সাত কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে রয়েছেন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ এবং পরে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।
ডিবিসি/এএনটি