বাংলাদেশ

কুয়েটে তৃতীয় দিনের মতো বন্ধ একাডেমিক কার্যক্রম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৬ই মে ২০২৫ ০৫:২৩:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ পাঁচদফা দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য শিক্ষকদের নিয়ে সভা করলেও কোনো সমাধান হচ্ছে না। অন্যদিকে শিক্ষকদের কাছে সাধারণ ক্ষমা চেয়ে খোলা চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষকেরা তাঁদের দাবির ব্যাপারে অনড়। 

 

গত ১৮ই ফেব্রুয়ারি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউজিসি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপউপাচার্যকে অব্যাহতি দেয়। ৪ঠা মে থেকে একাডেমিক কার্যক্রম শুরুর কথা থাকলেও তা হয়নি।
 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন