অবৈধভাবে অর্থ লেনদেন এবং জালিয়াতির অভিযোগে কুয়েতে এক বাংলাদেশিসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ চ্যানেলের বাইরে বিকল্প উপায়ে রেমিট্যান্স পাঠানোর একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ তুলেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আটককৃত বাংলাদেশি প্রবাসীর নাম এমডি রাজু এবং তিনি কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কাজ করতেন। এই চক্রের সাথে জড়িত অন্য দুজন পাকিস্তানি নাগরিক, যারা মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিল। তাদের সকলকে কুয়েতের খাইতান এলাকা থেকে আটক করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা বাংলাদেশি নাগরিক এমডি রাজুকে জিলিব আল-শুয়েখ এলাকা থেকে আটকের সময় তার কাছ থেকে নগদ ৫,০০০ কুয়েতি দিনার, বেশ কয়েকটি সিম কার্ড, ব্যাংক কার্ড এবং মোবাইল ফোন জব্দ করে। এছাড়া, বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ থেকে অবৈধভাবে অর্থ পাঠানোর রসিদও তার কাছে পাওয়া যায়। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা তার পরিচয় নিশ্চিত করে। তদন্তে জানা গেছে, এই চক্রটি মূলত কুয়েতি নাগরিক এবং প্রবাসী উভয়ের এটিএম কার্ড ব্যবহার করে কার্ডলেস জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করত।
ডিবিসি/এফএইচআর