কুয়েতে অন্যায়ভাবে অর্থের বিনিময়ে প্রবাসীদের সেবা দেওয়ার অভিযোগে আবু হোসেন মারফুল্লাহ নামে একজনকে দেশে পাঠিয়ে দিয়েছে দূতাবাস।
বৃহস্পতিবার (২৪শে জুলাই) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে দূতালয় প্রধান মনিরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দূতাবাসে কুয়েতে আসা সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতেন আবু হোসেন মারফুল্লাহ। দূতাবাসের পক্ষ থেকে তাকে কয়েক দফায় সতর্ক করা হলেও সে তার কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন। একপর্যায়ে দূতাবাস তাকে গত ১৬ জুন স্থানীয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করে।
পরে দূতাবাসের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে গত ১২ জুলাই তাকে স্থায়ীভাবে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ক্ষেত্রেও এমন ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে দূতাবাস।
ডিবিসি/এমএআর