জাতীয়, রাজনীতি

কৃষক লীগের ১০ম সম্মেলন আজ

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ০২:১২:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ১০ম সম্মেলন আজ।

সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের প্রথম অধিবেশনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হবে।  

১৯৭২ সালের ১৯শে এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ই আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত।  

প্রতিষ্ঠাতার পর থেকে এখন পর্যন্ত ৯ বার সম্মেলন হয়েছে কৃষকলীগের।  সম্মেলনকে সফল করতে সংগঠনটির পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

আরও পড়ুন