বাংলাদেশ, অর্থনীতি

কেজিতে পেঁয়াজের দাম কমল ৪০ টাকা পর্যন্ত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত থেকে আমদানির ঘোষণা আসার পর পরই চট্টগ্রামের পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের দামে বড় ধরনের পতন হয়েছে। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা কমেছে। বর্তমানে এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, যা দুই দিন আগেও ছিল ১১০ থেকে ১২০ টাকা।

ডিসেম্বরের শুরুর দিকে দেশি পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলে সরকার ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেয়। গত শনিবার রাতে প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু এবং প্রতি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। এই ঘোষণার প্রভাব সরাসরি বাজারে পড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, দেশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে পুরোদমে আসা শুরু হলে দাম আরও কমবে। তবে আমদানিকারকরা সতর্ক করেছেন, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পেঁয়াজ আমদানি করা হলে দেশি কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে বাজার স্থিতিশীল থাকবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন