সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার চত্বরে মসজিদ সম্প্রসারণের অজুহাতে কেটে ফেলা হয়েছে প্রায় অর্ধশতাব্দী পুরোনো ঐতিহ্যবাহী খেজুর গাছ।
কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে সৌন্দর্যহানি ও পরিবেশের ক্ষতির কথা উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পর্যটক, ভক্ত-অনুরাগী ও পরিবেশবাদীরা। তবে মাজার কর্তৃপক্ষের দাবি, মসজিদ সম্প্রসারণের স্বার্থে গাছগুলো কাটা ছাড়া তাদের হাতে অন্য কোনো বিকল্প ছিল না।
জানা যায়, ১৯৮০ সালের দিকে মাজারের মসজিদের সামনে এই খেজুর গাছগুলো রোপণ করা হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর ধরে এই গাছগুলো পর্যটকদের ছায়া ও মাজারের সৌন্দর্য বর্ধন করে আসছিল।
সম্প্রতি মসজিদ কর্তৃপক্ষ এর মধ্য থেকে ৬টি গাছ কেটে ফেলে। মাজারের খাদেম মুফতি এ এস শামীম আহমদ জানান, মসজিদের জায়গার প্রয়োজনেই গাছগুলো কাটা হয়েছে।
অন্যদিকে পরিবেশ কর্মী শাহ্ সিকান্দার আহমদ শাকির এবং পরিবেশ ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম একে খোঁড়া যুক্তি হিসেবে আখ্যায়িত করে বৃক্ষ নিধনের এই ঘটনাকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন।
ডিবিসি/এএমটি