খেলাধুলা, ক্রিকেট

ভারতীয় ক্রিকেটাররা কে কত বেতন পান?

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি ২০২৪ ০৬:১০:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের চারটি ভাগে বার্ষিক চুক্তির আওতায় রাখে। এদের মধ্যে গ্রেড এ+ এর আওতায় থাকা ক্রিকেটাররা বছরে ৭ কোটি রুপি বেতন পান। বাকি তিন গ্রেডে বেতন যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি রুপি। চলতি বছর ৪ ক্যাটাগরিতে আছে ৩০ জনের নাম। দেখে নেওয়া যাক তালিকা অনুযায়ী কোন ক্রিকেটার কেমন বেতন পাচ্ছেন।

গ্রেড এ+ এর আওতায় থাকা ক্রিকেটাররা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। এরা প্রত্যেকে বছরে ৭ কোটি রুপি করে পাবেন।
 

গ্রেড এ এর আওতায় রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন। এরা বছরে ৫ কোটি রুপি করে পাবেন।
 

গ্রেড বি’তে সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং যশস্বী জয়সওয়াল রয়েছেন। প্রত্যেকে পাবেন বছরে ৩ কোটি রুপি।
 

গ্রেড সি‘তে আছেন রিঙ্কু সিং, তিলক ভার্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিভাম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আভেশ খান এবং রজত পতিদার। বছরে ১ কোটি রুপি করে পাবেন তারা।
 

উল্লেখ্য, বিসিসিআইয়ের নিয়মানুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের হয়ে ৩টি টেস্ট অথবা ৮টি এক দিনের ম্যাচ অথবা ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া যায়। সরফরাজ খান এবং ধ্রুব জুরেল এখনও পর্যন্ত দু’টি করে টেস্ট ম্যাচ খেলেছেন। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পঞ্চম টেস্টে তারা খেললে নিয়ম মতো কেন্দ্রীয় চুক্তির ‘সি’ ক্যাটাগরিতে জায়গা করে নেবেন।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন