আন্তর্জাতিক

কেন অধিকাংশ ছেলেরা রোমান্টিক সম্পর্কে জড়াতে চান না, কারণ জানাচ্ছে সমীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ ০২:০০:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রতি ১০ জন পুরুষের মধ্যে ৬ জনই কোনো রকম রোম্যান্টিক সম্পর্কে জড়াতে চান না বলে তথ্য প্রকাশ করেছে  মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠা নিউ পিউ রিসার্চ সেন্টার।

তাদের গবেষণা বলছে, ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে প্রায় ৬৩ শতাংশই ‘সিঙ্গেল’। ২০১৯ সালে এই পরিসংখ্যান ছিল ৫১ শতাংশ। 

মনোবিদ ফ্রেড র‌্যাবিনোউইজ বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো, পর্ন ছবির প্রতি আসক্তি এবং না চাইতেই শারীরিক চাহিদা পূরণ হয়ে যাওয়াই একা থাকার প্রবণতার কারণ। যা এখন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে।’

বিশেষ করে মহামারি করোনার সময় থেকে শুরু হওয়া শারীরিক দূরত্ব বজায় রাখার যে বিধি নিষেধ, সেই অভ্যাস থেকেই পুরুষদের মধ্যে এমন ভাবনা আরও বেড়ে গেছে। 

নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মনোবিদ্যার শিক্ষক নাইয়োবি ওয়ে বলেছেন, আমরা যোগাযোগ রক্ষার সঙ্কটে ভুগছি। নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে, এমনকি, আত্মীয়-পরিজনের সঙ্গে ন্যূনতম যোগাযোগ রাখতে না পারায় এখন আমাদের এই অবস্থা।’

তবে এই পরিসংখ্যানে পিছিয়ে নেই নারীরাও। ৩০ বছর বয়সী নারীদের মধ্যে মাত্র ৩৪ শতাংশের বক্তব্যও অনেকটা ওই ‘সিঙ্গেল’ পুরুষদের মতোই। 

মনোবিদের কাছে কাউন্সেলিং করতে আসা বহুজাতিক সংস্থায় কর্মরত এক তরুণীর বক্তব্য, ‘কোনও এক জনের সঙ্গে ডেটে যাওয়ার থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বা খেতে যাওয়া অনেক ভাল ‘

উল্লেখ্য, বিশ্বজুড়ে সম্পর্কে না জড়ানো পুরুষদের সংখ্যা ঊর্ধ্বমুখী ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১২ শতাংশ। সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন