বাংলাদেশ

কেরানীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা (৪৫) মারা গেছেন।

আজ শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই বিএনপি নেতা মারা যান। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

এর আগে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ৭ নম্বর ওয়ার্ডের হিরো চেয়ারম্যানের বাসার সামনে তিনি হামলার শিকার হন। নিহতের ছোট ভাই রাকিব হোসেন জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ভাইকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার পেটের ডান পাশে লাগে।

 

ঘটনার দিন রাত পৌনে ১১টার দিকে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত হাসান মোল্লা কেরানীগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের আকর মোল্লার ছেলে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন