আন্তর্জাতিক, ভারত

কেরালায় বাংলাদেশি ভেবে নিজ দেশেই ভারতীয় নাগরিককে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের কেরালা রাজ্যে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক বিষয় হলো, নিহত ওই ব্যক্তি কোনো বিদেশি নন, তিনি ভারতেরই ছত্তিশগড়ের একজন নাগরিক। রাজ্যের পালাক্কাদ জেলায় ঘটা এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ওই শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেটের তাগিদে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালায় এসেছিলেন এবং সেখানে একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন।

 

অভিযোগ উঠেছে, রামনারায়ণকে স্থানীয় কিছু লোক ‘বাংলাদেশি নাগরিক’ বলে সন্দেহ করে। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, এলাকায় চুরির ঘটনার পর তাকে চোর সন্দেহেও মারধর করা হয়ে থাকতে পারে।

 

নিহতের আত্মীয় কিষাণ বাঘেল জানান, রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। স্ত্রী ললিতা এবং দুই শিশুপুত্রের মুখে খাবার তুলে দিতেই তিনি ভিনরাজ্যে পাড়ি জমিয়েছিলেন।

 

এই হত্যাকাণ্ডের ঘটনায় পালাক্কাদ এলাকায় কর্মরত ভিনরাজ্যের অন্য শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংঘাত এড়াতে পুলিশ ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন