বাংলাদেশ, সাহিত্য, জেলার সংবাদ

কোটালীপাড়ায় দিনব্যাপী কবি সুকান্ত মেলা

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৩ই মে ২০২৫ ১০:০৬:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কবি সুকান্ত ভট্টাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো সুকান্ত মেলা। আজ মঙ্গলবার (১৩ই মে) উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্তের পৈতৃক ভিটায় এ মেলা অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে দিনব্যাপী ১৩তম সুকান্ত মেলার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।


সুকান্ত মেলা ঘিরে নবরূপে সেজেছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটা ও আশপাশের চত্বর, বইছে উৎসবের আমেজ। মেলায় শিশুদের বিভিন্ন খেলনা, নানা খাদ্যসামগ্রী, হস্ত ও কুটিরশিল্প পণ্যের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  


উল্লেখ্য ১৯২৬ সালের ১৫ই আগষ্ট কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামার বাড়িতে জন্ম নেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মাতা সুনীতি দেবী। ১৯৪৭ সালের ১৩ই মে মাত্র ২১ বছর বয়সে কবি সুকান্ত ভট্টাচার্য মারা যান। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল- তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কবির প্রতিটি কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে।


ডিবিসি/এএনটি

আরও পড়ুন