খেলাধুলা, ফুটবল

কোটি টাকার আংটিতে বাগদান সারলেন রোনালদো-জর্জিনা

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই আগস্ট ২০২৫ ০৮:১৯:৪৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবশেষে বাগদান সারলেন ফুটবল বিশ্বের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ।

প্রায় এক দশকের সম্পর্কের পর সোমবার (১১ই আগস্ট) সন্ধ্যায় ইনস্টাগ্রামে এই যুগল তাঁদের বিয়ের ঘোষণা দেন। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জর্জিনার হাতে থাকা চোখ ধাঁধানো হীরার আংটিটি, যার দাম বিশেষজ্ঞদের মতে আকাশছোঁয়া।

 

ধারণা করা হচ্ছে, এই আংটির জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাত অঙ্কের বিপুল পরিমাণ অর্থ (মিলিয়ন ডলারের বেশি) খরচ করতে হয়েছে।

 

লরেল ডায়মন্ডস-এর এনগেজমেন্ট রিং বিশেষজ্ঞ লরা টেইলর আংটিটির বিশদ বিবরণ দিয়েছেন। তিনি বলেন, "জর্জিনা রদ্রিগেজের বাগদানের আংটিটি একটি অসাধারণ শিল্পকর্ম। এতে থাকা প্রধান হীরাটি ওভাল-কাট এবং এটি ১৫ থেকে ২০ ক্যারেটের বলে ধারণা করা হচ্ছে।"

 

তিনি আরও যোগ করেন, "ওভাল-কাট হীরা তার অসাধারণ উজ্জ্বলতার জন্য পরিচিত, যা সবদিক থেকে এর চাকচিক্যকে বহুগুণ বাড়িয়ে তোলে এবং এটিকে জীবন্ত দেখায়।"

 

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসে গেল, আংটির ঝলকানিতে স্বপ্ন বাস্তব রূপ নিল।

 

তথ্যসূত্র দা মেইল

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন