বাংলাদেশ, জাতীয়

'কোনো বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৫ই মে ২০২৫ ০৩:৫২:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ, এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (৫ই মে) ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না কমিশন।

 

তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে কমিশনের কিছু করার নেই। সভায় সকল অতিরিক্ত আঞ্চলিক, জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। এ সময়ে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

ডিবিসি/ রাসেল

আরও পড়ুন