চূড়ান্ত হয়ে গেছে কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালের লাইন-আপ।
ব্রাজিলের প্রতিপক্ষ শক্তিশালী চিলি। শেষ আটে ইকুয়েডরকে পেয়েছে আর্জেন্টিনা।
চার ম্যাচের তিন জয়, এক ড্রয়ে বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ব্রাজিল। তাইতো এ গ্রুপের চতুর্থ দল চিলির বিপক্ষে খেলবে নেইমারের দল।
দশ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টনাও। সে সুবাদে মেসির দলের প্রতিপক্ষ হয়েছে ইকুয়েডর। বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে-কলম্বিয়া আর পেরু-প্যারাগুয়ে।
তিন ও চার জুলাই হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো।