বিবিধ

ক্যাবল অপারেটর এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) নির্বাচন ২০২৫-২০২৭: সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ বিজয়

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৪শে জুলাই ২০২৫ ০৯:৪৩:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনে সম্মিলিত পরিষদ পূর্ণাঙ্গ প্যানেলে জয় লাভ করেছে। নির্বাচনে সর্বোচ্চ ৪২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এম রেজাওয়ানুর রহমান রুমি।

নির্বাচনে মোট ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মিলিত পরিষদের সকল প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীদের মধ্যে ভোটের ব্যবধান ছিল খুবই সামান্য, যা একটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত দেয়।

 

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী এম রেজাওয়ানুর রহমান রুমি’র পরেই ৪২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সানোয়ার হোসেন দিপু। এছাড়া মোঃ রেজাউল করিম ও মোঃ ইকবালুর রহমান যৌথভাবে ৪২৩ ভোট পেয়েছেন। হাসানুজ্জামান যশোর ও সৈয়দ সাজ্জাদ হোসেন উভয়েই ৪২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

বিজয়ী অন্যান্য প্রার্থীরা ও তাদের প্রাপ্ত ভোট:

 

মোঃ সেলিম সরোয়ার, মাহমুদুন নবী পলাশ, এবং শওকত হাসান খান এলিন প্রত্যেকে ৪১৯ ভোট পেয়েছেন।

নাসির জামিল ও মোঃ জসিম উদ্দিন উভয়েই ৪১৮ ভোট পেয়েছেন।

আল আমিন, মোঃ মনিরুজ্জামান দুলাল, মোহাম্মদ মাসুম বাবু, এবং মোঃ শাহিন প্রত্যেকে ৪১৭ ভোট করে পেয়েছেন।

মোঃ আনিসুল ইসলাম ও মোঃ মাকসুদ হোসেন উভয়েই ৪১৬ ভোট পেয়েছেন।

মোঃ আবু সাঈদ মল্লিক পেয়েছেন ৪১৫ ভোট।

কামরুল হাসান শামীম, মোঃ মেহেদী হাসান হালিম, এবং মোহাম্মদ রফিকুল ইসলাম কচি প্রত্যেকে ৪১৩ ভোট পেয়েছেন।

মোহাম্মদ দীন ইসলাম পেয়েছেন ৪১২ ভোট।

জিয়াউল গনি আরেফিন ৪০৯ ভোট এবং বরাতুল করিম ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

প্যানেলের অন্যান্য বিজয়ী সদস্যরা হলেন:

 

রাশেদ-উর-রহমান মালিক (৪০৩ ভোট)

এ বি এম সাইফুল হোসেন সোহেল (৩৯৭ ভোট)

সুভাষ রঞ্জন রায় (৩৯৬ ভোট)

মোঃ মাসুদ রানা তসলিম উদ্দিন (৩৯৫ ভোট)

সৈয়দ মোশারফ আলী চঞ্চল (৩৯৩ ভোট)

সাইফুর রহমান বাবু (৩৯১ ভোট)

আব্দুর রাজ্জাক সিদ্দিকী (৩৮২ ভোট)

মোঃ আমিন মিয়া (৩৫১ ভোট)

মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরী মাসুদ (৩২১ ভোট)

 

সম্মিলিত পরিষদের এই নিরঙ্কুশ বিজয়কে কেবল অপারেটর শিল্পের ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য কোয়াবের নেতৃত্ব দেবে এবং এই খাতের উন্নয়নে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন