খেলাধুলা, ক্রিকেট

ক্রাইস্টচার্চে প্রথম দিন শেষে ৯ উইকেটে ২৩১ রান নিউজিল্যান্ডের

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ক্রাইস্টচার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা শেষে ৯ উইকেটে ২৩১ রান সংগ্রহ করে ধুঁকছে স্বাগতিক নিউজিল্যান্ড।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে কিউইরা। প্রথম ওভারেই কেমার রোচের বলে ডাগআউটে ফেরেন ওপেনার ডেভন কনওয়ে। এরপর বৃষ্টির বাধায় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে দলের হাল ধরেন অধিনায়ক টম লাথাম ও কেন উইলিয়ামসন।

 

লাল বলে নিজের ৩৭তম ফিফটি তুলে নিলেও বেশিক্ষণ টিকতে পারেননি উইলিয়ামসন। ক্যারিবীয় পেসারদের তোপে মাত্র ৯ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন উইলিয়ামসন, লাথাম ও রাচিন রবীন্দ্র। 

 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কেমার রোচ, জাস্টিন গ্রিভস ও ওজে শিল্ডস প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। হাতে মাত্র ১ উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামবে টম লাথামের দল।


ডিবিসি/ এএমটি

আরও পড়ুন