সিরিআতে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল য়্যুভেন্তাস। রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা।
পয়েন্ট তালিকার তলানির দল ক্রোতোনেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।
৩৮ মিনিটে আলেক্স সান্দ্রোর ক্রসে হেডে স্কোরশিটে নাম লেখান রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে লিড ডাবল করে য়্যুভেন্তাস। এবারো হেডারে জাল কাপান পাচবারের বর্ষসেরা ফুটবলার।
১৯ ম্যাচে ৮ গোল নিয়ে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার চূড়ায় উঠে গেলেন ক্রিশ্চিয়ানো। হাফ টাইমের পর লিডটাকে আরো পাকা করেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার ম্যাককেনি। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এল পিরলোর শিষ্যরা।